বৃহস্পতিবার । ৬ই নভেম্বর, ২০২৫ । ২১শে কার্তিক, ১৪৩২

দ্বিতীয়বারের মতো বিপিএল-এর দল কিনলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান মানেই চমক! রূপালি পর্দার বাইরে মাঠের খেলায়ও সংযোগ রয়েছে তার। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল-এর দল কিনেছেন নায়ক।

গেল আসরে ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় এসে শাকিব খান এক নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারেনি, কিন্তু গ্যালারিতে শাকিবের উপস্থিতি যেন সে সময় ক্রিকেট এবং সিনেমা দুই অঙ্গনের ভক্তদের মধ্যে এক দারুণ মেলবন্ধন তৈরি করেছিল।

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত থাকবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হতে যাচ্ছে। এবার নতুন খবর, ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। উল্লেখ্য, রিমার্ক হারল্যানের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন শাকিব খান।

এও জানা গেছে, বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন