ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।
সেরা অভিনেতা বিভাগেও একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।
চঞ্চল চৌধুরী ছবি আঁকতেও বেশ পারদর্শী। অবসর সময়ে পেলেই ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। এবার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর ছবি এঁকেছেন।

ছবি শেয়ার করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ছবি এঁকে আমি পরম আনন্দ পাই, অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদু।একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও আমার মনটা আনন্দে নেচে ওঠে। বেঁচে থাকার জন্য এই আনন্দ টুকুর কোন বিকল্প নেই আমার কাছে।
আমরা কীভাবে বেঁচে থাকতে চাই প্রশ্ন করে তিনি বলেন, আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানিনা। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে। প্রশ্নটা সেখানেই, আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কোন কাজ দিয়ে। সবাই ভালো থাকুন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
