ছোটো পর্দার অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন তার দ্বিতীয় বিয়ের জন্য। ডির্ভোসের পাঁচ বছর পর বিয়ে করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
গতকাল ফারিয়া বিয়ে নিয়ে এক আবেগঘন বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, কেউ কোনো সম্পর্ক বা বিয়েতে পা রেখে এটা ভাবে না যে সম্পর্কটি একদিন শেষ হয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করি একটি সম্পর্ককে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, আশার আলো দিয়ে টিকিয়ে রাখতে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন আমাদের হৃদয় সবসময় আঁকড়ে ধরে বাচঁতে চায় যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।
ডির্ভোসের পর বিয়ে প্রসঙ্গে বলেন, যারা একাধিকবার বিয়ে করেন তারা কখনোই নিজেদের অতীত নিয়ে গর্ব করে না। একটি ভাঙা সম্পর্কের পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক বেশি সাহস প্রয়োজন। আবার কাউকে ভালোবাসতে পারা, ভরসা করা, একসঙ্গে থাকা কোনো সহজ ব্যাপার নয়। এটা আমার শক্তি, লজ্জাবোধ নয়।
ভক্তদের অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না। কারো প্রতি কঠিন শব্দ ব্যবহার করবেন না। কারণ আপনি জানেন না যে হাসিমুখে দাড়াঁনোর জন্য কাকে কতটা লড়াই করতে হয়েছে।
পোস্টটিতে সর্বশেষ অনিশ্চিত জীবনের বার্তা দিয়ে বলেন, কারো প্রতি কোনো শব্দ ব্যবহারে সহনশীল হোন। হৃদয়ে দয়া রাখুন। কারণ জীবন আমাদের উদার হতে শেখায় । আমরা কেউই জানি না আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে।
প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন ফারিয়া। তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
