Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জ্যাকুলিন আসছে ‘বচ্চন পান্ডে’ নিয়ে

বিনোদন ডেস্ক

২০২০ সাল বেশ ভালোই কাটছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। লকডাউনের পুরোটা সময় ছিলেন সালমান খানের পানভেলের ফার্ম হাউসে। সেখানে শুধু বসে বসে সময় কাটাননি তিনি। হয়েছেন সালমান খানের গাওয়া গানের ভিডিওর মডেল।

এবারে অক্ষয় কুমার ও কৃতী শ্যাননের আগামী ছবি ‘বচ্চন পান্ডে’তেও জায়গা করে নিলেন তিনি। জানা গেছে, ‘বচ্চন পান্ডে’র আরেক নায়িকা হতে চলেছেন জ্যাকুলিন। গত মঙ্গলবার নিজের টুইটারে বিষয়টি নিয়ে এই অভিনেত্রী লেখেন তার উচ্ছ্বাসের কথা। পাশাপাশি নিজের একটি কালো পোশাক পরা ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “সুপার এক্সাইটেড সাজিদ নাদিয়াদওয়ালার ‘বচ্চন পান্ডে’তে সুযোগ পেয়ে। আমার আনন্দের জায়গা নাদিয়াদ, অক্ষয় ও পুরো নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্টের দল।”

আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। জ্যাকুলিন এর আগে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল’ সিরিজে অভিনয় করেছেন। সেই ছবিটিও ছিল নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স প্রযোজিত।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন