দেব-রুক্মিণীর প্রেমের বিষয়টি সবারই জানা। এবার তারা চার হাত এক দেখতে চান দু’জনের। অবশেষে বিয়ের ইঙ্গিত দিলেন দেব। জানালেন শিগগিরই বিয়ে সম্পর্কে জানাবেন।
এক সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা বলেন দেব। এ তারকাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটাবেন বলে মনে করছেন?
জবাবে দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি- বেশ ভালোই আছি। এর অর্থ এই নয় যে, আমি সিঙ্গেল ব্যাচেলর লাইফ লিড করবো।
রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, রুক্মিণী খুব ভালো বন্ধু। অথবা তারচেয়েও বেশি। এটা নিয়ে নতুন করে বলার নেই। বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করবো। একটা প্ল্যান চলছে, শিগগিরই সবাই জানতে পারবেন।
এদিকে, সিনেমা হলে চলছে দেবের ‘রঘু ডাকাত’। পূজায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এগিয়ে আছে ছবিটি। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’।
খুলনা গেজেট/এএজে

