বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

খুলনার ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC

বিনোদন ডেস্ক

খুলনা অঞ্চলের ব্যান্ড মিউজিককে দেশব্যাপী পরিচিত করে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে “Khulna Band Music Fans Community” (KBMFC)। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা, সংস্কৃতি ও সংগীতের দিক থেকেও সমৃদ্ধ এই অঞ্চল। সেই সংগীত ঐতিহ্যকে দেশজুড়ে তুলে ধরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি।

KBMFC আজ খুলনার সংগীতপ্রেমীদের জন্য একটি গর্বের নাম- যেখানে সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্য একসাথে মিলিত হয়েছে এক অনন্য প্ল্যাটফর্মে।

KBMFC নিয়মিতভাবে খুলনা ও আশেপাশের ব্যান্ড শিল্পীদের নতুন গান, পারফরম্যান্স এবং কনসার্টগুলো প্রমোট করছে। তারা শুধু খুলনার নয়, বরং বাংলাদেশের সর্বত্র খুলনার সংগীত সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কাজ করছে নিরলসভাবে।

এই পেজের মূল উদ্দেশ্য- খুলনার সংগীত ঐতিহ্যকে সংরক্ষণ করা, নতুন শিল্পীদের এগিয়ে নেওয়া এবং বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা।

ফাউন্ডার্স ও টিম মেম্বাররা: মোহাম্মদ সাগর হোসেন (Founder) রাকিব, শ্রাবণ, হাদি, মোস্তফা, মোরসালিন, সমুদ্র, সহ আরও অনেকেই, যারা নিয়মিতভাবে কনটেন্ট, ভিডিও এবং প্রচারণার মাধ্যমে খুলনার ব্যান্ড মিউজিককে দেশব্যাপী তুলে ধরছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন