শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীব, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহজাবীন জানান, তিনি খুব বেশি দূর বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকেই এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করবো- এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।

তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর নিজের কাজই তার পরিচয় বহন করবে। তার পারফর্ম করা কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা করাকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। অভিনেত্রীর ভাষ্যে, কতটুকু ভালো করেছি, না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।

তবে আপকামিং কাজ নিয়ে তার আগ্রহ ও আকাঙ্ক্ষা যথেষ্ট। যেহেতু তিনি সিনেমা শুরু করেছেন, তাই সামনের দিনগুলোতেও বড় পর্দাতেই নিয়মিত হতে চান।

মেহজাবীন বলেন, সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করবো। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই।

অনেক সময় দেখা যায় তারকারা তাদের নতুন কাজ সম্পর্কে কিছু বলতে চান না। এ নিয়ে দর্শকদের মন খারাপের কারণও উঠে আসে মেহজাবীনের কথায়। তিনি বলেন, ‘আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস (চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা)।

শেষে বলেন, যেকোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নিয়ে নেয়, যেখানে শর্ত থাকে যে প্রোডাকশন হাউজই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন