বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

থ্রি ইডিয়টসে আমির খান অভিনীত চরিত্রের বাস্তব ব্যক্তি ওয়াংচুক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে হওয়া আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে অধিকারকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।সোনাম ওয়াংচুক ব্যাপক জনপ্রিয় চলচিত্র থ্রি ইডিয়টসে আমির খানের করা চরিত্রের বাস্তব ব্যক্তি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এরআগে সোনাম ওয়াংচুক বলেছিলেন লাদাখের রাজ্যের মর্যাদার জন্য তিনি ‘যে কোনো সময় জেলে যেতে প্রস্তুত’।

দুইদিন আগে লাদাখে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহতসহ বহু মানুষ আহত হন। যারমধ্যে ৫০ নিরাপত্তাকর্মীও আছেন।

এরআগে ওয়াংচুকের অলাভজনক প্রতিষ্ঠান ‘স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’-এর নিবন্ধন বাতিল করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার প্রতিষ্ঠানটি বিদেশ থেকে অর্থ আনত বলে অভিযোগ করেছে তারা।

দুইদিন আগে হওয়া সংঘাতে কোনো ধরনের উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক।

গতকাল বৃহস্পতিবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, তার প্রতিষ্ঠান বিদেশ থেকে কোনো অর্থ আনত না। তবে জাতিসংঘ, সুইস এবং ইতালীয় বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বাণিজ্যিক লেনদেন করেছেন। যেগুলোর সব ট্যাক্সও তারা প্রদান করেছেন।

ওয়াংচুক ২০১৮ সালে রামোন মাগাসারে পুরস্কার জেতেন। ভারতের কেন্দ্র এবং ইউনিয়ন অঞ্চল প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, লাদাখের সাম্প্রতিক সহিংসতায় তিনি বিভিন্ন বিবৃতি দিয়ে উস্কানি দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন