টিজারে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এছারাও সিরিজটির টিজারে তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন।
পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।
সনি লাইভ টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক।
খুলনা গেজেট/এনএম