পাঞ্জাবে ভয়াবহ বন্যা, এগিয়ে এলেন শাহরুখ-দিলজিৎ

বিনোদন ডেস্ক

পাঞ্জাবে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতোমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম পানির নিচে ডুবে আছে। বন্যা ও বৃষ্টির কারণে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। জলমগ্ন গ্রামগুলিতে আটকে থাকা বাসিন্দাদের সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমেও সরানো হচ্ছে।

ত্রাণশিবিরে সাহায্য করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারকারাও। বলিউড বাদশা শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘‘আমি অন্তর থেকে পাঞ্জাবের এমন অবস্থা দেখে আহত। আমি প্রার্থনা করছি, পাঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক। যেমনই হোক না কেন, পাঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেওয়া যাবে না। ঈশ্বর মঙ্গল করুন।’’

শাহরুখের সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক পুরোনো। ‘বীর-জারা’সহ একাধিক ছবির শুটিং করেছেন সেখানে। এমনকি বেশ কয়েকবার পাঞ্জাবি চরিত্রেও দেখা গিয়েছে তাকে।

এদিকে, গায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রামের পাশে দাঁড়িয়েছেন। স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে তিনি খাবার, পানি ও চিকিৎসাসেবার মতো জরুরি কাজগুলোতে জোর দিচ্ছেন।

অন্যদিকে, অভিনেতা-গায়ক এমি ভির্ক ঘোষণা দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০০টি পরিবারের দায়িত্ব নেবেন তিনি। পাঞ্জাবের মানুষের দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তিনিও।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন