এবার ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে পুত্র আব্রাম খান জয়ের টানে এখনো প্রায়ই এক হন শাকিব-অপু। ছেলে জয়কে ঘিরে নেওয়া গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবারও এক হয়েছেন তারা।

সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে। গত বছর এক সাক্ষাৎকারে অপু বলেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।

এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন তিনি। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি বলেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন। এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন