জুটি বাঁধলেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ কায়েস আরজু ও আঁচল আঁখি। তবে কোনো চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মিয়াজী পাপন। সম্প্রতি রাজধানীর উত্তরায় বেবি ডায়াপারের বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এর চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার।
নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
‘ভুল’ সিনেমার মাধ্যমে আঁচল আঁখির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে নজর কাড়েন তিনি। ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান। আঁচল অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, চিত্রনায়ক কায়েস আরজু নিয়মিত সিনেমায় কাজ করে যাচ্ছেন। তার অভিনীত কয়েকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। এবার সিনেমার বাইরেও ভিন্ন মাধ্যমে এই জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক।
খুলনা গেজেট/এএজে