Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

বিনোদন ডেস্ক

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

এমন অবস্থায় আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা কামনা করেছেন।

তবে এরই মধ্যে নুরকে নিয়ে বিতর্কিত এত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শনিবার ভোরে এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। যেখানে জয় লেখেন, ‌ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।

জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।

কারো মন্তব্য, আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।

আবার কারো মতে, সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন