দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত ও বলিউডের ‘গ্রিক গড’খ্যাত তারকা অভিনেতা হৃতিক রোশান। নতুন সিনেমা নিয়ে বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন তারা। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ও হৃতিক অভিনীত ‘ওয়ার টু’ সিনেমা। মুক্তির পর থেকে দুটো সিনেমাই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১০ দিনে ‘কুলি’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৭৯ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১৬৮.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৪৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬২৩ কোটি টাকার বেশি)।
‘ওয়ার টু’ সিনেমা কত টাকা আয় করেছে? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১০ দিনে ‘ওয়ার টু’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৪৮.৬৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৭১.৩৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা)।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৩ কোটি ১৯ লাখ টাকা)। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি) আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নেয়।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।
২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। প্রথম পার্টে বাণী কাপুর অভিনয় করলেও তার স্থলাভিষিক্ত হয়েছেন কিয়ারা আদভানি। প্রথম পার্টের বাজেট ১৭৫ কোটি রুপি ছিল, দ্বিতীয় পার্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।
খুলনা গেজেট/এএজে