Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভেঙে পড়া সংসার বাঁচানোর লড়াইয়ে কাজল

বিনোদন ডেস্ক

লিগ্যাল ড্রামা সিরিজ ‘দ্য ট্রায়াল’- এর দ্বিতীয় সিজনের ট্রেলার মুক্তি পেয়েছে। নতুন সিজনে আরও টানটান কাহিনি নিয়ে ফিরছে এই সিরিজ, যেখানে নয়নিকা সেনগুপ্তা একদিকে আইনের জটিল মামলা সামলাবেন, অন্যদিকে ভেঙে পড়া সংসার বাঁচানোর লড়াই চালাবেন।

এই নয়নিকার চরিত্রে হাজির হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী কাজল। নয়নিকার স্বামী রাজীব সেনগুপ্তর চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, স্বামীর সঙ্গে সম্পর্কে ভাঙনের কারণে ছবি ভাঙতে ভাঙতে নয়নিকা ডিভোর্স নেওয়ার কথা জানান। এরপর তাকে বড় আইনজীবীর ভূমিকায় নতুন মামলায় লড়তে দেখা যায়। গল্পে নতুন মোড় আসে এরপরই।

রাজীব সেনগুপ্ত রাজনীতিতে প্রবেশ করেন। নির্বাচনের ঠিক আগে তার পুরনো কেলেঙ্কারি সামনে আনে প্রতিপক্ষ, যা আবারও নয়নিকার পরিবারে অশান্তি ডেকে আনে। এর মধ্যেই রাজনৈতিক দ্বন্দ্বে আহত হয় তাদের মেয়ে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখনই মায়ের ভূমিকায় আরও দৃঢ় হয়ে ওঠেন নয়নিকা।

ট্রেলারের শেষ দৃশ্যে দেখা যায়, এক ক্ষমতাধর রাজনীতিবিদের মুখোমুখি দাঁড়িয়ে পরিবার রক্ষার শপথ নিচ্ছেন কাজল। ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজন ১৯ সেপ্টেম্বর থেকে দেখাবে জিও সিনেমা।

উমেশ বিস্ত পরিচালিত ও বানিজে এশিয়া প্রযোজিত এই সিরিজে আরও অভিনয় করেছেন সোনালি কুলকার্নি, শিবা চাড্ডা, আলি খান, কুবরা সাইট, গৌরব পাণ্ডে এবং করণভীর শর্মা। এটি জনপ্রিয় আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি সংস্করণ।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন