Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন, রাখলেন চমক!

বিনোদন ডেস্ক

গত রোববার তিন বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তাই ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। যার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর, রঙিন আয়োজন; যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, ছেলের জন্মদিনের সেই ইভেন্টে ছিলো মেরুন ও পার্পেল থিমের এক আভিজাত্যের ছোঁয়া। নাচ-গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে উপস্থাপন করতে দেখা যায় পরীর দুই ডানা তথা ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে; দেখা যায় কেক কাটার আয়োজনও।

এছাড়াও বেশ কিছু তারকাদেরও অংশ নিতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেই আয়োজনেরই টিজার প্রকাশ করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘শিগগিরই আসছে।’

২০২২ সালে পরীমণি ও শরীফুল রাজের সংসারে জন্ম নেয় শাহীম মুহাম্মদ পূণ্য। এরপর দম্পতির বিচ্ছেদের পর ছেলেকে একাই পালন করছেন পরীমণি। গত বছর তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেই কাটছে পরীমণির দিনগুলো, যার ছোট ছোট মুহূর্ত শেয়ার করে তিনি ভাগ করে নেন ভক্তদের মাঝে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন