ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অপূর্ব ও তার ছেলে আয়ান ফারুকের আবেগঘন একটি ভিডিওকে ঘিরে কিছু নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় অদিতি এই পোস্টটি করেন।
অদিতি তার পোস্টে লিখেছেন যে অনেকেই অপূর্বর সঙ্গে আয়ানের আবেগঘন ভিডিওটি দেখেছেন। তিনি এই মুহূর্তটিকে ‘খুবই সুন্দর’ বলে উল্লেখ করেছেন। তবে, ভিডিওটির নিচে তার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলায় তিনি মর্মাহত হয়েছেন।
অদিতির লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে। তাদের এই আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর।’
তার কথায়, ‘তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে।’
ছেলের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছে করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’
শেষে লিখেছেন, ‘দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, জিয়াউল ফারুক অপূর্বর প্রথম বিয়ে করেন ২০১০ সালের ১৮ আগস্ট মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু মাত্র ছয় মাস টিকেছিল সে সংসার। এরপর নাজিয়া হাসান অদিতিতে বিয়ে করেন অপূর্ব। ২০১৯ সালে অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয়। এরপর থেকে আয়ান মায়ের কাছেই থাকে।
খুলনা গেজেট/এনএম