Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুটিয়ে প্রেম করছেন ধানুষ-ম্রুনাল, হাঁটছেন বিয়ের পথে

বিনোদন ডেস্ক

হঠাৎ করেই চর্চায় দক্ষিণী অভিনেতা ধানুষ ও বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। টিনসেল টাউনে খবর রটেছে, চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। দুজনকেই একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টিতে।

বিশেষ করে সম্প্রতি ম্রুনালের জন্মদিনের পার্টিতে ধানুষের সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সেই আলোচনা আরও তুঙ্গে।

এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের দাবি, সত্যিই সম্পর্কে রয়েছেন ধানুষ ও ম্রুনাল। তবে এই সম্পর্কের বয়স খুব বেশি দিনের নয় বলেই আপাতত তা জনসমক্ষে আনতে নারাজ তারা। গোপনেই ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছেন দুজন।

সম্প্রতি ধানুষের দুই দিদি কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। পাল্টা ম্রুনালকেও অনুসরণ করছেন ওই দুই বোন।

তাদের এই ‘ফলো’র পালা আরও উস্কে দিয়েছে জল্পনা। নেটাগরিকদের মতে, পরিবারের সঙ্গেও ইতোমধ্যে পরিচয়পর্ব সেরে ফেলেছেন ম্রুনাল।

শুধু তাই নয়, ধানুষের প্রেমে পড়ার পরে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রেমময় বার্তা।

সূত্র আরও জানিয়েছে, যদিও তারা সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে একসঙ্গে ঘুরতে যেতেও কোনও আপত্তি নেই তাদের। এমনকি ধানুষ ও ম্রুনালের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুও চান তারা একসঙ্গে থাকুন।

বলিউডের অন্দরের খবর, দুই তারকার মধ্যে রুচি, চিন্তাভাবনা ও মূল্যবোধের অনেক মিল রয়েছে। বোঝাপড়াও চমৎকার। সেজন্য তারা বিয়ের পথেও হাঁটতে পারেন অচীরেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুনাল ঠাকুর অভিনীত ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে মুম্বই উড়ে গিয়েছিলেন ধানুষ। সেখানেও একসঙ্গে দেখা গেছে তাদের। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব মিলিয়ে বলিপাড়ায় এখন একটাই প্রশ্ন- তবে কি এবার সত্যি চার হাত এক হওয়ার পথে ধানুষ-ম্রুনাল?

উল্লেখ্য, ব্যক্তিজীবনে ম্রুনাল এখনও অবিবাহিত। অন্যদিকে গত ২০২২ সালে অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ধানুষ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন