Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সি বিচে অনবদ্য লুকে টয়া

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী। বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায়; তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন।

সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া; যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, সৈকতের পাড় ধরে হাঁটছেন টয়া। কখনো নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন, দোলনায় চড়ছেন। এদিন টয়ার পরনে ছিলো মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট। ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন, ‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’

টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে; প্রকাশ করেছেন মুগ্ধতা।

অভিনয়ে আপাতত বিরতি থাকলেও ওটিটিসহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া। তার ভ্রমণ আর অবসরযাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন