Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডলি জহুর

বিনোদন ডেস্ক

বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দার জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে দর্শকদের ব্যাপক ভালোবাসা কুড়িয়েছেন। দর্শকদের সেই ভালোবাসায় এখনো নিয়মিত কাজ করে যাচ্ছে এ গুণী অভিনেত্রী। তবে অনেক দিন পর একটা হতাশা আর যন্ত্রণার কথা প্রকাশ করলেন ডলি জহুর। জানালেন সিনেমায় কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ার কথা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি— এটি সত্যি কথা।

তিনি বলেন, মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারাজীবন শুনতে হয়েছে— আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না?

অভিনেত্রী বলেন, ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।

স্বামী অসুস্থতার সময় আর্থিক সংকটে পড়েছিলেন ডলি জহুর। সেই সময় তার বিপদে কেউ এগিয়ে আসেননি। এমনকি তার পাওনা টাকা কোনো প্রযোজক কিংবা পরিচালক তাকে দেননি। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডলি জহুর বলেন, আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে— সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে।

অভিনেত্রী বলেন, স্বামী ক্যানসারে আক্রান্ত, তার অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি— কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে ব্যাংককে নিয়ে যাব।

তিনি বলেন, আমার পাওনা টাকা তোলার জন্য, যাকে দায়িত্ব দিলাম, তার কাছেও আমি টাকা পেতাম। এরপর তিনি কি করলেন, আমার পাওনা টাকা তুলে দেওয়া তো দূরে থাক, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। কোনো যোগাযোগই করেনি, নিজেও কোনো টাকা দেননি।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন জলি জহুর। ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় তাকে। বর্তমানে অভিনেত্রী সিনেমা না করলেও ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন