Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আল্লাহর দোহাই লাগে, এসব সত্যি ভেবে বিশ্বাস করবেন না: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর অপব্যবহারের কারণে প্রায়ই বিড়ম্বনার শিকার হন তারকারা। অভিনেতা-অভিনেত্রীদের অবয়ব ব্যবহার করে তাদের নামে মিথ্যা ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনেক সময়ই ভক্তরা সেসব ছবি-ভিডিও ভুয়া হিসেবে চিহ্নিত করতে পারলেও, অনেকে সেসবের সত্যতা যাচাই করে উঠতে পারেন না। ফলে তাদের অজান্তেই তারকাদের আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকসহ নানা সামজিক মাধ্যমে।

বিষয়টি নিয়ে এবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। যেখানে তিনি এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন, একইসঙ্গে যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন।

মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।’

সাদিয়া উল্লেখ করেন, হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

অভিনেত্রী আক্ষেপ করে বলেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো “এআই” চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!

সাদিয়া লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

সবশেষ অভিনেত্রীর অনুরোধ, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন