টালিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশার। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরশুম’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমন যোশি। সিনেমার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক এম এন রাজ। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।
পরিচালক এম এন রাজ এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়ে আলোচনা এসেছিলেন। এ নির্মাতা জানান, সেপ্টেম্বরের শুরুতের ভারতে ‘ভালোবাসার মরশুম’ এর শুরু হবে শুটিং। এ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশি দুই অভিনয়শিল্পীর সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে। অ্যাকশন–ঘরানার সিনেমা বানিয়ে পরিচিতি পেলেও রাজের এই সিনেমা হতে যাচ্ছে রোমান্টিক–ঘরানার।
পরিচালক রাজ জানিয়েছেন, ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় শারমন যোশি অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম যথাক্রমে হিয়া ও পারমিতা। আর খায়রুল বাসার অভিনীত চরিত্রটির নাম গৌরব, যিনি কলেজশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটির গল্প নিয়ে পরিচালক এম এন রাজ জানান, কলেজে পড়ার সময় অধ্যাপক আবিরের প্রেমে পড়েন হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেননি তাঁর সাবেক প্রেমিকা পারমিতাকে। কিন্তু শেষমেশ হিয়ার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক তৈরি হয়, তাঁদের বিয়েও হয়। কিন্তু বিয়ের পরই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকেন আবির। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারেন না হিয়া। এমনই টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ভালোবাসার মরশুম’ ছবির গল্প।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়াকে শারমন যোশি জানিয়েছেন, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।
অভিনেতা বলেন, ‘সত্যজিৎ রায়ের অনেক বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। এর আগে বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ করা হয়নি। তবে “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। আর আমি বাংলা সিনেমার দর্শক, নিয়মিত দেখি।’
পরিচালক জানিয়েছেন, দার্জিলিংয়ে সিনেমার শুটিং শুরু হবে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের এই ছবি পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন পরিচালক এম এন রাজ।
সিনেমাটি নিয়ে খায়রুল বাসার বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শারমন যোশির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’
খুলনা গেজেট/এএজে