Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মারা গেছেন প্রখ্যাত অভিনেতা ভেলু প্রভাকরণ

বিনোদন ডেস্ক

বিনোদন দুনিয়ায় ফের নক্ষত্রপতন। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা, নির্মাতা ও সিনেমাটোগ্রাফার ভেলু প্রভাকরণ। বৃহস্পতিবার (১৮ জুলাই) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ভেলু প্রভাকরণের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। গত কয়েকদিন ধরেই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য শনিবার (১৯ জুলাই) থেকে রোববার (২০ জুলাই) চেন্নাইয়ের ভালাসারাভক্কমে রাখা হবে। এরপর রোববার বিকেলে পরিবার ও কাছের মানুষদের নিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে মরদেহের। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

জানা গেছে, ভেলু প্রভাকরণ প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী ও পরিচালক জয়া দেবীকে। কিন্তু সেই সংসার শেষ মুহূর্তে এসে টিকে উঠেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে ২০১৭ সালে ৬০ বছর বয়সে দ্বিতীয় সংসার শুরু করেন অভিনেতা। অভিনেত্রী শৃলে দাসের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালে ‘কধল কধই’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা।

১৯৮৯ সালে পরিচালক হিসেবে পথচলা শুরু করেন ভেলু প্রভাকরণ। তবে এরও আগে সিনেমাটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরিচালক হিসেবে অভিষেকের পর ‘নলয়া মনিথন’ সিনেমা মুক্তি পায়। পরের বছর তার পরিচালনায় মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘অধিশয় মনিথন’। দুটি সিনেমাই বক্স অফিসে ধাক্কা খাওয়ার পর দৃষ্টি দেন অ্যাকশন সিনেমা তৈরিতে। তবে পরিচালক হিসেবে সাফল্য পাননি।

২০১৭ সালে শেষবার পরিচালক হিসেবে কাজকরেন ভেল প্রভাকরন। আর ২০১৯ সালে যাত্রা করেন অভিনেতা হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গ্যাংস অব মাদরাজ’, ‘ক্যাডেভার’, ‘পিৎজা ৩: দ্য মাম্মি’, ‘রেইড’, ‘ওয়েপন’। আর শেষবার দেখা গিয়েছে ‘গাজানা’ সিনেমায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন