Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান

বিনোদন ডেস্ক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডে তারকা মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত। ভুক্তভোগী, তাদের পরিবার এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রার্থনা রইল।’

 

এদিকে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওলের ভাষ্য, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

শোকাহত আলিয়া ভাটের মন্তব্য, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু।

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন