Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘আমার কাছে চরিত্রটি অন্যতম আগ্রহের বিষয় ছিল’

বিনোদন ডেস্ক

সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় শেষ হলো ‘বহুরূপ’ ছবির শুটিং যেখানে একদম নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’তে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ইধিকা, এবার টলিউডের পরিচিত মুখ সোহম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন। ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করে দারুণ খুশি তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘আমার কাছে ‘বহুরূপ’ একদম অন্যরকম একটা ছবি। এই ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখেননি। আমি সবসময় নতুন ধরনের চরিত্র করতে চেষ্টা করি। এই ছবিতে সোহমদা আছেন তার থেকে অনেক কিছু শিখেছি।’

এই চরিত্রের প্রস্তাব পাওয়ার পর থেকেই ইধিকা নিজেকে কীভাবে ফুটিয়ে তুলবেন, তা নিয়ে ভাবতে শুরু করেন। নতুন ধরনের চরিত্র হওয়ায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন তিনি।

তার কথায়, ‘চরিত্রটি আমার কাছে অন্যতম আগ্রহের বিষয় ছিল সে কারণেই প্রাণ ঢেলে দিয়েছি। আমাদের লুক নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। অনেকগুলো লুক আছে। গল্পটা তো ভালোই।’

প্রসঙ্গত, প্রিয়তমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি দ্রুতই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বড় পর্দায় পা রেখেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন, এমনটাই মনে করেন তার ভক্তরা। এবার সোহমের সঙ্গে ‘বহুরূপ’-এ তার লুক অনেকেরই নজর কেড়েছে। ইধিকারও এই ছবিতে কাজ করে খুব ভালো লেগেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন