Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সৃজিতের হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

একসময় চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত ও স্বস্তিকা মুখার্জি। দুই মুখার্জির সম্পর্কের কথা টলিউডে ওপেন সিক্রেটই ছিল। তবে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই পরিচালকের সঙ্গে প্রেম ভাঙে অভিনেত্রীর। তবে সেইসব কথা এখন অতীত। বর্তমান দিনে দুই তারকাই একে-অপরের খুব ভালো বন্ধু। গত বছরই সৃজিতের টেক্কা ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে।

অভিনেত্রী তার প্রাক্তনদের নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, প্রাক্তনকে কী পরামর্শ দিতে চান।

স্বস্তিকা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সৃজিতকে জিজ্ঞেস করতে চান- কবে সে একটু শাক-সবজি খাবেন আর রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন।

অভিনেত্রীর কথায়, সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে নাকি শুধু মাংস খেয়ে থাকেন। সেটাও প্রয়োজনের পরিমাণে বেশি।

স্বস্তিকা বলেন, আমার এত জায়গায় সৃজিতের সঙ্গে দেখা হয়েছে, ইভেন্টে, ছবির প্রমোশনে, শ্যুটিংয়ে, ব্যক্তিগতভাবে, কোনও সময় দেখলাম না একটা মানুষকে ফল খেতে, কোনও সময় দেখলাম না ডাল খেতে, কোনও সময় দেখলাম না শাক-সবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়। তার হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক।

স্বস্তিকা আরও জানান, সৃজিত কোনও নিরামিষ খাবার খান না। এমনকী অভিনেত্রী পরিচালককে জলও খুব একটা খেতে দেখেননি।

যে কারণে পরিচালকের হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বস্তিকা। তিনি অসুস্থ না হলে নায়িকা খুব অবাকই হতেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত। বেশ কয়েকদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপর ফিরে এসে আবারও চিকেনের সামনেই ছবি পোস্ট করেন নির্মাতা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন