Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাশ্মিরে নিহতদের জন্য বড় সিদ্ধান্ত অরিজিতের

বিনোদন ডেস্ক

কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ সারা ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি সেদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকা-শিল্পীরা এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং।

বরাবরের মতোই অরিজিতের প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিং। কলকাতার আরজি কর কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। ভক্তরা তার গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা।

এবার কাশ্মির হামলা নিয়ে নিজের প্রতিবাদ জানালেন শিল্পী। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আগামী ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি শো-ছিল অরিজিতের; আর সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। প্যাহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গায়কের।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, কাশ্মিরে ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনায় আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রোববার চেন্নাইতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।’

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে গত মঙ্গলবার ঘটা এই হামলায় ২০ জন আহত ও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের সকলেই পর্যটক বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন