Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরীমনি

বিনোদন ডেস্ক

এবার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন তিনি। আদালত পরীমণির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা যায়।

এর আগে গত মঙ্গলবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিংকি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত গণমাধ্যমে বলেন, তার মক্কেল পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ নেবেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন