Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিল্পীদের রাজনীতিতে জড়ানোকে যেভাবে দেখেন জেমস

বিনোদন ডেস্ক

‘নগর বাউল জেমস’ খ্যাত তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। তাকে দুষ্টু ছেলেদের ‘গুরু’ও বলা হয়। তার নাম শোনা মাত্রই উন্মাদনা বেড়ে যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। জেমস মানেই শ্রোতাদের উচ্ছ্বাস। কনসার্টে গিটার হাতে গাওয়া শুরু করতেই ঝড় উঠে শ্রোতাহৃদয়ে।

এ তারকা বাংলা গানের পাশাপাশি বলিউডেও গান করেছেন। সেখানেও সাড়া ফেলেছেন। তবে দুর্দান্ত ক্যারিয়ার হলেও খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। সংগীতেই ডুবে থাকেন তিনি। তবে সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জেমস। সেখানে রাজনীতি নিয়ে ভাবনার কথা জানিয়েছেন।

জেমসের কাছে জানতে চাওয়া হয়―কখনো রাজনীতিতে যোগ দেয়ার প্রস্তাব পেয়েছেন কিনা? জবাবে জেমস বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে।

এছাড়াও এ তারকার কাছে রাজনীতি নিয়ে জীবনদর্শন জানতে চাইলে বলেন, আমি একজন শিল্পী। তারা রাজনীতি নিয়ে সচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেয়া উচিত বলে কখনো মনে করি না। তাদের যদি রাজনীতি করতেই হয়, তাহলে সব ছেড়ে ফুলটাইম রাজনীতিই করা উচিত।

নগর বাউল খ্যাত এ তারকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই নতুন গান প্রকাশ হচ্ছে না তাঁর। এ ব্যাপারে জেমস বলেন, নতুন গান নিয়ে ভাবছি। কিছু গানের কাজ চলছে। হঠাতই দেখবে যে গান প্রকাশ হয়েছে। তারপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁও জন্মগ্রহণ করেন জেমস। তার ছোট ভাই রুশো নওগাঁতেই আছেন। তিনি পারিবারিক ব্যবসা দেখভাল করেন। গায়কের ভক্তরা জানেন―চট্টগ্রামে বেড়ে উঠেছেন জেমস। এ নামটি রেখেছিলেন তার বাবা মোজাম্মেল হক। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মা জাহানারা খাতুন গৃহিণী ছিলেন। রকস্টারের তিন সন্তান, ছেলে দানেশ এবং মেয়ে জান্নাত ও জাহান।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন