Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গাড়ি দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ে ব্যস্ততম রাস্তায় অভিনেত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। পরিচিত নম্বর প্লেট দেখে পাপারাজ্জিরা চিনতে পারেন ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি।

‎এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল বাস অভিনেত্রীর গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।

‎ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কোনওরকম আঘাত পেয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং অভিনেত্রীর দেহরক্ষীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

এদিকে বাস চালকের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। দূর্ঘটনার পর বচ্চন পরিবার কিংবা অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন