Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শাহরুখ-সুহানার সিনেমা মুক্তির আগেই হতাশ ভক্তরা

বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খান ও তার কন্যা সুহানা খানকে পর্দায় একসঙ্গে দেখার বহুদিনের প্রতীক্ষা দর্শকের। ‘কিং’ নামের সেই সিনেমাতেই দেখা যাবে বাবা-মেয়ের রসায়ন; তাই তো দর্শকদের আগ্রহও যেন তুঙ্গে! কিন্তু এরই মধ্যে ছবিটি নিয়ে শোনা গেল দুঃসংবাদ। হঠাৎ পিছিয়ে গেল ছবির শুটিং। যদিও এর পেছনে রয়েছে বড় কারণ!

বলিউড হাঙ্গামার খবর অনুসারে, শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং স্থগিত হয়েছে। সূত্রের খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এখনও ছবির স্ক্রিপ্টের কাজ শেষ করতে পারেননি। ফলে ছবির শুটিং মার্চে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। যে কারণে ভক্তরাও খানিক হতাশ বলা চলে।

সূত্রের খবর, শাহরুখ খানের ‘কিং’ ছবির শুটিং ২০২৫ সালের জুন মাসে শুরু হবে। ছবিটি মুক্তির আগে সিদ্ধার্থ আনন্দ কাগজে-কলমে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে চূড়ান্ত করছেন।

এই ছবিতে শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, কিং খানের মেয়ে সুহানা খানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তবে ছবিটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করা হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন