করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নায়ক ফারুক

গেজেট ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

সোমবার (১৬ নভেম্বর) করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, নায়ক ফারুকের শারীরিক অবস্থা এমনিতে ভালো আছে। তবে তার আরো কিছু অসুস্থতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তাকে একটি কেবিনে রাখা হয়েছে।

এর আগে, যক্ষ্মায় আক্রান্ত হয়ে সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেড় মাস ধরে চিকিৎসা নিয়ে অক্টোবরের শেষভাগে দেশে ফেরেন ফারুক। যক্ষ্মার ধকল কাটিয়ে উঠার আগেই করোনায় আক্রান্ত হলেন ৭২ বছর বয়সী এ সংসদ সদস্য।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন