Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সিয়াম-দীঘির রোম্যান্সে মুগ্ধ দর্শক!

বিনোদন ডেস্ক

‘জংলি’র নতুন লুক প্রকাশের পর এবার মুক্তি পেলো সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোম্যান্টিক ঘরানার এ গানটিতে ঢাকাই নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি। যেখানে তাদের অসাধারণ রসায়ন দেখে মুগ্ধ দর্শকেরা।

বলা বাহুল্য, ‘জনম জনম’ গানের মাধ্যমে নায়ক সিয়ামকে সেই চকলেট হিরো হিসেবে দেখা পেল দর্শকেরা। এছাড়াও সিয়াম-দিঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা; যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন তারা। গানের সংগীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।

এদিকে ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন। সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এম রাহিম। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন