Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার দু’জনকে জামিন

বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান সালমান খানের ফার্মহাউজে হামলার পরিকল্পনাকারী দুই অভিযুক্তকে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। পুলিশ জানিয়েছে, সালমানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল দুই অভিযুক্তকে।

২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্ত করার সময় তার পানভেলের ফার্মহাউজে হামলার ষড়যন্ত্রের কথা জানতে পারে পুলিশ।

অভিযুক্ত ভাসিম চিকনা এবং সন্দীপ বিষ্ণোইকে গুলি চালানোর ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর পানভেল পুলিশ জানতে পারে সালমান খানকে হত্যার উদ্দেশ্যে তার ফার্মহাউসে রেইকি করেছিল অজয় কাশ্যপ নামে এক ব্যক্তি, যার সঙ্গে গ্রেপ্তার দুই আসামীর সঙ্গে অজয়ের যোগাযোগ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আসামিদের আইনজীবীর দাবি, এই মামলায় সালমান জড়িত থাকার কারণে এতদিন তাদের জামিন হয়নি। তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য নন এবং হামলার ষড়যন্ত্রেও জড়িত ছিলেন না।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন