Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা জানাল বাচসাস পরিবার

বিনোদন ডেস্ক

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগমকে সম্মাননা প্রদান করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গত ২৫ ডিসেম্বর ছিল ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’। আর এই পরিবার দিবসেই গুণী অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা প্রদান করে সংগঠনটি।

রাজধানী ঢাকার অদূরে সাভার থানাসংলগ্ন বংশী নদীর তীরে নীলা-বর্ষা ইকোপার্কে আয়োজন করা হয়েছিল বাচসাস পরিবার দিবস। দিনব্যাপী নানা আয়োজনে পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন বাচসাস সদস্য ও সংস্কৃতিক অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।

এদিন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাচসাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

উল্লেখ্য, সংগঠনটির পরিবার দিবস উপলক্ষে বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন গায়িকা শাহনাজ রহমান স্বীকৃতি, সায়রা রেজা, অন্তর শোবিজের চেয়ারম্যান ও সংগীতশিল্পী স্বপন চৌধুরী, দেশ খান প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন