Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আহত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত অভিনেতা অক্ষয় কুমার। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। এবার সেই কাজ করতে গিয়েই বিপাকে পড়লেন। ‘হাউজফুল ৫’ সিনেমার একটি দৃশ্যে শুটিংয়ের সময় আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির একটি স্টান্ট করছিলেন অক্ষয় কুমার। এ সময় হঠাৎ একটি বস্তু তার চোখে এসে লাগে। পরে আহত হন তিনি।

এ ঘটনায় একজন জানিয়েছেন, অক্ষয় কুমার চোখে আঘাত পাওয়ার পর তাৎক্ষণিক সেটে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাকা হয়। তিনি তারকার চোখ ব্যান্ডেজ করে দেন এবং বিশ্রামে থাকার পরামর্শ দেন।

এদিকে বলিউডের খিলাড়ি চোখে আঘাত পেলেও বাকিরা তাদের মতো শুটিং চালিয়ে গেছেন। আর এ অবস্থায় শিগগিরই শুটিংয়ে ফিরবেন নায়ক, সেটিও জানানো হয়েছে। সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এ কারণে অক্ষয় কুমার চান না কোনো কারণে এটি শেষ হতে সময় দীর্ঘ হোক।

হাউজফুল ৫ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও আরও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, ঝ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর ও দিনো মোরিয়া।

শুরুর দিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে শুটিং হয়েছে সিনেমাটির। একটি ক্রুজে টানা ৪০ দিন শুটিং হয়েছে। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, হোনফ্লেউরমহ বিভিন্ন জায়গায় শুটিং চলেছে। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটি নতুন বছরের (২০২৫ ইং) ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন