Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রণবীর কাপুরের সেলফিতে অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে একফ্রেমে দেখা মিলল দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে কোনো সিনেমা কিংবা প্রমোশনের কাজে নয়, দুই দেশের দুই তারকার দেখা হয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

যেখানে নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছেন মেহজাবীন। গত বৃহস্পতিবার দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড-বলিউডের নামজাদা তারকারা অংশ নিয়েছেন। যাদের সঙ্গে উপস্থিত আছেন মেহজাবীন চৌধুরীও।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রেড কার্পেটে রণবীর কাপুরের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে চোখ জুড়ানো লাল শাড়িতে দেখা মিলেছে তার। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলেন বলিউড অভিনেতা। এসময় দুজনকেই হাস্যজ্জল অবস্থায় দেখা গেছে।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজও ধরে রেখেছেন তিনি। সেখানেই হলিউড-বলিউডের একাধিক তারকার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে মেহজাবীনকে।

এর আগে আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকের সঙ্গে ছবিতে দেখা গেছে মেহজাবীনকে। যা দেখে অভিনেত্রীর ভক্তরাও খুশি হয়েছেন, প্রশংসায় ভাসিয়েছেন।

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তাই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন