Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাদুশিল্পী জুয়েল আইচ করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন দেশের জাদুশিল্পীদের আইকন জুয়েল আইচ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করছেন এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ। মেয়েসহ বিপাশা আইচ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ বলে জানান বিপাশা আইচ।

তিনি বলেন, গত ৪ নভেম্বর থেকে জ্বর অনুভব করলে জুয়েল আইচ নিজের করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বুকের সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসও করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন