‘সুপারওম্যান’ চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার হাজির হচ্ছেন সুপারওম্যান চরিত্রে। তবে কোনো সিনেমার গল্পে নয়, সুপারওম্যান রূপে তাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ফারিয়া।

ফারিয়া জানান, ‘বিশ্বজুড়ে জনপ্রিয় সব কমিক চরিত্রগুলোর সঙ্গে শৈশব কেটেছে।

তার মধ্যে অনেক সুপারহিরো রয়েছেন। অনেক দিনের স্বপ্ন সুপারহিরো হয়ে অভিনয় করবো। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর কনসেপ্টটি খুবই দারুণ। আশা করছি এটি উপভোগ্য হবে দর্শকের কাছে। ’

‘এসএমসি’র জীবাণুনাশক পণ্যের এমনই এক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন আদনান আল রাজীব। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের ২৬ দিনের মধ্যে ২৯ লাখ ভিউ অতিক্রম করেছে।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন