Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বৃহস্পতিবার দেশে ফিরছেন অভিনেতা ফারুক

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সফল নায়কদের অন্যতম এবং ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। সিঙ্গাপুর থেকে বিকেল সাড়ে ৩টায় রওনা দেবেন এই অভিনেতা।

বুধবার দুপুর আড়াইটার দিকে হোয়াটসঅ্যাপে এ তথ্য নিশ্চিত করেছেন আকবর হোসেন পাঠান। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ কাল ফরছি।’

এর আগে কিছুদিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগে গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে পরীক্ষায় তাঁর যক্ষ্মা রোগ ধরা পড়ে।

ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন