Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সরকারি অনুদান তছরূপে চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

সরকারি অনুদানের টাকা তছরূপের মামলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম কাইয়ুম জানান, টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি জানান, ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় টোকন ঠাকুরের বিরুদ্ধে ৩ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর আদালত।

তথ্য মন্ত্রণালয়ের অনুদানে ২০১২-১৩ অর্থবছরে কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। তবে নির্ধারিত সময়ে সে কাজ শেষ করতে না পারায় তার বিরুদ্ধে অনুদান তছরূপের মামলা করা হয়।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন