শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

আমিরকে শাহরুখের মতো অভিনয়ের পরামর্শ

বিনোদন ডেস্ক

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আর পর্দায় দেখা যায়নি বলিউড অভিনেতা আমির খানকে। তবে পর্দায় না থাকলেও ‘মিস্টার পারফেকশনিস্ট’ কিন্তু সব সময় চর্চায় থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এর পরিচালনায় ‘লাপাতা লেডিস’ এর প্রচারে এসে এক অন্য প্রশ্নের মুখোমুখি হলেন আমির খান। শাহরুখের প্রসঙ্গ টেনে আমিরকে প্রশ্ন করে বসলেন এক অনুরাগী।

অনুরাগী প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘আপনি কেন জওয়ান-এর মতো সিনেমাতে অভিনয় করেন না?’ আমিরকে অনুরাগীর পরামর্শ, ‘আপনার ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করা উচিত।’

অনুরাগীর প্রশ্নের উত্তরও দিলেন আমির। তিনি বললেন, ‘বন্ধু, পাঠানের মতো সিনেমা তো শাহরুখ খান তৈরি করছে। আমি তো লাপাতা লেডিস বানাচ্ছি। সেটাই দেখ না।’

পর্দায় অ্যাকশন দৃশ্যে কম দেখা যায় আমিরকে। কিন্তু অনুরাগীরা যে এ ধরনের দৃশ্যে আমিরকে দেখতে চান সাম্প্রতিক এ ঘটনায় তাই বোঝা গেল।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন