Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনা আক্রান্ত ঐশ্বরিয়া হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রায় ও তার কন্যা আরাধ্য : ছবি সংগৃহীত।
ঐশ্বরিয়া রায় ও তার কন্যা আরাধ্য : ছবি সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইসঙ্গে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যকেও হাসপাতালে ভর্তি করা হয়। খবর- টাইমস অব ইন্ডিয়া

ভারতীয় এই সংবাদ মাধ্যম জানিয়েছে, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শুক্রবার (১৭ জুলাই) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেক বচ্চন।

এর আগে, গত ৯ জুলাই ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য করোনা শনাক্ত হন। এতদিন দুজনই হোম আইসোলেশনে ছিলেন।

সম্প্রতি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী বচ্চন পরিবারে করোনা হানা দেয়। একে একে আক্রান্ত হয়ে শনাক্ত হন অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য। তবে অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন সুস্থ রয়েছেন। করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন