শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

এবার স্পাই ইউনিভার্সে শাহরুখের সঙ্গে আলিয়া

গেজেট ডেস্ক

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন শাহরুখ খান। জানা গেছে, সেই ছবিতে থাকছেন আলিয়া ভাটও।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এই ছবির সঙ্গে ‘পাঠান’ চরিত্রটিকে জুড়তে চাইছেন নির্মাতারা। শাহরুখকে দেখা যাবে ‘পাঠান’ চরিত্রে। আর ‘পাঠান’-এর ‘আশ্রিতা’ চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

ছবিতে শাহরুখ মূল চরিত্রে থাকছেন নাকি অতিথি চরিত্রে অল্প সময়ের জন্য দেখা দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত করা হয়নি। শাহরুখ ও আলিয়া ছাড়াও থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ।

জানা গেছে, আলিয়া অভিনীত চরিত্রটি নিয়ে আদিত্য চোপড়ার অনেক বড় পরিকল্পনা আছে। এই বলিউড নায়িকাকে তারা এমন রূপে আনতে চলেছে, যা দর্শককে অবাক করবে। এই ছবির শিরোনাম এখনো ঠিক হয়নি। এটি হতে চলেছে আলিয়া ভাটের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি।

এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সবচেয়ে সফল ছবি হলো ‘পাঠান।’ ছবিটি ভারতের বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে।

আলিয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে। তার বিপরীতে ছিলেন রণবীর সিং।

খুলনা গেজেট/ টিএ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন