শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গুরুতর অসুস্থ কবীর সুমন , ভর্তি কলকাতা মেডিকেল

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

বুকে সংক্রমণ নিয়ে গুরুতর অসুস্থ বিশিষ্ট কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমন। তাকে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ৩টার দিকে ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কবীর সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে এই বিখ্যাত সঙ্গীতশিল্পীকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন , বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ। সোমবার তার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিভাগের চিকিৎসকরা তাকে অত্যন্ত সযত্নে দেখছেন। পরিস্থিতি স্থিতিশীল। সর্বক্ষনের জন্য চিকিৎসকরা তাকে দেখছেন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন