শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দীঘি

বিনোদন ডেস্ক

এবার গুণী পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় দেখা মিলবে প্রার্থনা ফারদিন দীঘির। বঙ্গবডি লাভ স্টোরিজ নামে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। তারই একটি নির্মাণ করবেন গিয়াসউদ্দিন সেলিম। তার পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যের নাম ‘গাঁইয়া’। এতে দীঘির সঙ্গে জুটি বাঁধছেন খায়রুল বাসার।আজই এতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। এতে অভিনয় করবেন দীঘির বাবা সুব্রতও।

দীঘি বলেন, আমি বোঝাতে পারবো না আমি এতটা খুশী। কারণ গিয়াসউদ্দিন সেলিম স্যারের পরিচালনায় এখানে কাজ করবো। আমার খুব ইচ্ছে ছিল তার পরিচালনায় কাজ করার। এবার সেটা হতে চলেছে। আশা করছি খুব ভালো কিছু হবে।

ভালোবাসা দিবসে বঙ্গবিডি থেকে এটি প্রকাশের কথা রয়েছে।

খুলনা গেজেট/ এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন