শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

‘ভূতপরী’ নিয়ে আসছেন জয়া

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। ঢালিউডে তিনি যতটা কাজ করেন, তার চেয়ে বেশি তাকে দেখা যায় টালিউডে।

দুই বাংলা পেরিয়ে সস্প্রতি তিনি পা রেখেছেন বলিউডে। গেল বছরের শেষে মুক্তি পেয়েছেন তার হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। নতুন বছরের প্রথমদিনই তার অভিনীত ‘ভূতপরী’ সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যালে একটি মোশন পোস্টার শেয়ার করেন জয়া। সেখানে দেখা যায়, ভূতপরী সেজে গাছে ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া! পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।

ছবিটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’ এরপরই জানালেন নতুন বছরের নতুন ভূত, ভূতপরী। আসছে ‘ভূতপরী’। ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন