সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কলকাতার সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন পরীমণি

বিনোদন ডেস্ক

সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মের পর থেকে তাকে ঘিরেই সব ব্যস্ততা ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। তবে কিছুদিন আগে এই নায়িকা জানিয়েছিলেন, আবার কাজে ফিরছেন তিনি। আর সে কারণে তিনি নিয়মিত জিমেও যাচ্ছেন।

এবার জানা গেল, পরীর বিরতি ভাঙছে কলকাতার সিনেমা দিয়ে। খুব শিগগির তিনি অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলায়। তবে সিনেমার সুখবর দিলেও, বলেননি এর নাম ও সহশিল্পীদের সম্পর্কে।

ভারতীয় একটি পত্রিকায় পরীমণি বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।’

এদিকে আগামী ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমণির ছেলে রাজ্য। জানা গেছে, ওদিন ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন তিনি। সেখানে থাকবেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজও। এরপরই কলকাতায় উড়াল দেবেন পরী।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন