সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অল্প বয়সের কারণে ভুল করেছি: পূজা চেরি

বিনোদন ডেস্ক

অল্প বয়সের কারণে একটি ভুল করেছেন জানিয়ে ক্ষমা চেয়েছেন ঢাকাই ছবির উঠতি নায়িকা পূজা চেরি। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পূজা লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।

‘আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া , রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

পূজা লিখেছেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

তবে কি কারণে ক্ষমা চেয়েছেন তা নিয়ে বিস্তারিত কিছু লেখেননি এই অভিনেত্রী।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন