Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফারুকের রক্তে টিবি ধরা পড়েছে, শারীরিক অবস্থা ভাল

বিনোদন ডেস্ক

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে টিবি ধরা পড়েছে।

ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, টিবি ধরার পর সে অনুযায়ীই তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে নায়ক ফারুক বলেন, ‘আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর রোগটা ধরা গেছে। আমার রক্তে টিবি পাওয়া গেছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে। ৪ সপ্তাহ তাদের অবজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরে ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন